বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৯

সাহস ডেস্ক

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত স্মারকের ছাড়পত্র অনুযায়ী বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তৃতীয় শ্রেণির তিন ধরনের পদে লোকবল নিয়োগ করা হবে। আবেদন করতে হবে ১০ মার্চের মধ্যে। 

যেসব পদে আবেদন 
পদগুলো হচ্ছে- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৬ জন এবং অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক পদে চারজনসহ মোট ১৫ জন। এ পদগুলোতে কেবল বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। 

আবেদন যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রিতে দক্ষ হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উলি্লখিত গতিতে বাংলা ও ইংরেজি টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

বয়সসীমা
আগামী ১০ মার্চ, ২০১৭ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে ৯ হাজার ৩০০ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন বিস্তারিত
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd - এই ওয়েবসাইটে। এ ছাড়া সরাসরি বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়েও আবেদন করা যাবে।

সূত্র: সমকাল, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত