দিনাজপুরে শিশু সংসদ অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ মে ২০১৭, ১৬:০৪

সাহস ডেস্ক

জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর এর আয়োজনে এবং সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় শিশু সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ মে) দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শিশু সংসদ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

সভায় জাতীয় সংসদের অনুকরণে স্পিকার ও দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর কাহারোল ও বীরগঞ্জ উপজেলার শিশু সাংসদরা শিশুদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানী, বাল্য বিবাহ, ঝরে পড়া শিক্ষার্থীদের কারণ, তথ্য প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের গুরুত্ব, স্কুল ম্যানেজিং কমিটির গুরুত্ব, মাঠ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়গুলোর অবস্থা তুলে ধরলে শিশু সংসদ অধিবেশনের স্পিকার বলেন, তথ্য প্রযুক্তি অপব্যবহার, বিদ্যালয়ের আইসিটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, ধর্মিয় নেতাদের দ্বারা বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়য়ক আইন বিষয়ে বক্তব্য রাখেন।

এ ৫ উপজেলার শিশু সাংসদরা হলেন, আখতারিনা, রাহেদুল ইসলাম, লিটন ইসলাম, তারিকুল ইসলাম, তাহমিনা ইসলাম জিমি, কেয়া রায়, শফিকুল ইসলাম শফিক ও এরিন আক্তার।  

স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুবর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজিমুদ্দিন।  

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্ট্রিফেন মুর্মু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, ইসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, ইউনিটি ফর এনজিওস এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহশিন আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত