বাচ্চারা সব মনে রাখে: প্রিয়তি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৬, ১৪:৫৮

সাহস ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভুত মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, বাচ্চারা সবকিছু মনে রাখতে পারে। তাই এমন কিছু বাচ্চাদের দেখাবেন বা শিখাবেন না যাতে তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 

তিনি লিখেছেন, বাচ্চাদের নিয়ে (স্টার প্লাস বা স্টার জলসা) এই ধরনের চ্যানেল এ যেই ধরনের নাটক/সিরিয়াল দেখানো হয় (পারিবারিক কলহ), ঐ গুলো দয়া করে দেখবেন না, তাতে বাচ্চাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাচ্চারা তা শিখে নিচ্ছে। 
 
সাহস২৪.কম এর পাঠকদের জন্য মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি লেখাটি তুলে ধরা হল।
 
আমি যখন নতুন নতুন দেখতাম ইউরোপিয়ানরা বাচ্চাদের ছয় থেকে আট মাস পর আলাদা রুমে রাখে, তখন ভাবতাম ‘’ওহ মাই গড, ওদের কি বাচ্চাদের প্রতি কোন মায়া দয়া নেই , এতো টুকুন বাচ্চা কে আলাদা রুমে রাখে , তাদের সাথে বন্ড টা হবে কিভাবে ? বাচ্চারা তো বাচ্চা থাকতেই বাবা-মা এর সাথে থাকবে , বড় হলে তো আর থাকবে না , তাই না ??’’ আমার ঐ ধারণা বদলাতে আর ঐ প্রশ্নের উত্তর পেতে আর বুঝতে অনেক বছর লেগেছে। 
 
এখন বুঝি , তাদের ঐ পদক্ষেপ এর পিছনে লজিক কি এবং they are right. আমার বাচ্চারা এখন চার এবং পাঁচ বছর। কিন্তু আমি অবাক হয়ে যাই, যখন ওরা তাদের এক/ দুই বছরের কিছু ঘটনা বলে, যেমন, আগে কোন বাসায় ছিল, বাসাটা কেমন ছিল, কি দিয়ে খেলা করত, ঐ সময় কার সাথে খেলা করেছে, কোথায় গিয়েছে ইত্যাদি ইত্যাদি। আমারও অনেক ছোট বেলার কথা মনে আছে, কিছু কিছু ব্যাপার স্পষ্ট মনে আছে। আমাদের memories গুলো একেকটা folder এর মতো করে থাকে। যখন কোন কিছু কমন হতে থাকে আমাদের প্রতিদিনের জীবনে, তখন ঐ ফোল্ডার টি ওপেন হয়ে যায়, আর আমরা স্মৃতি/কথা গুলো মিলাতে থাকি । 
 
বিষয়গুলো বাবা-মা গন অথবা couple রা আমলে রাখবেন। আরেকটি ব্যাপার, বাচ্চাদের নিয়ে (star plus/star jolsha) এই ধরনের চ্যানেল এ যেই ধরনের নাটক/সিরিয়াল দেখানো হয় (পারিবারিক কলহ), ঐ গুলো দয়া করে দেখবেন না, তাতে বাচ্চাদের উপর নেতি বাচক প্রভাব ফেলে। বাচ্চারা তা শিখে নিচ্ছে। 
 
বাচ্চাদের সুস্থ মন মানসিকতা তৈরি হয় প্রথমে আমার/আপনার কাছ থেকে, নিজের পরিবারের কাছ থেকে। তারপর outer world.
ধন্যবাদ !

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত