বাদামী চোখের মেয়েরা বিশ্বস্ততার প্রতীক!

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১২:২৬

সাহস ডেস্ক

চোখের রঙ দ্বারা প্রকাশিত হতে পারে আপনার চরিত্রের। চোখ হতে পারে আপনার বিশ্বস্ততার প্রতিকৃতি। চেক প্রজাতন্ত্রের চার্লস্ ইউনিভার্সিটিতে সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে। যেমন ‘বাদামী রঙের চোখ যেসব মেয়েদের তারা সাধারণত নীল চোখের মেয়েদের চেয়ে বেশি বিশ্বস্ত হয়।’

এই গবেষণায় অংশগ্রহণকারীদেরকে বলা হয়েছিল পুরুষ এবং নারীদের চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র চেহারার আকার এবং তাদের বিশ্বস্ততা রেটিং করতে। অংশগ্রহণকারীদের বেশির ভাগেরই মনে হয়েছে বাদামী চোখের মেয়েরা নীল চোখের মেয়েদের থেকে বেশি বিশ্বস্ত হয়।

আবার পুরুষদের ক্ষেত্রে চেহারার আকৃতি বিশ্বস্ততার নির্দেশক হিসাবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, তারা সেইসব পুরুষকে বেশি বিশ্বস্ত মনে করেন যাদের চেহারা গোলাকৃতির এবং মুখমন্ডল বড়। অপর দিকে ছোট্ট চেহারার পুরুষরা তুলনামূলক কম বিশ্বস্ত। এইক্ষেত্রে দেখা যাচ্ছে চেহারার আকৃতি মেয়েদের বিশ্বস্ততায় কোনো প্রভাব ফেলে না, কিন্তু পুরুষদের ওপর প্রভাব বোশি করে ফেলে।

তবে গবেষকরা বলেছেন, গবেষণায় কেন এইরকম ফলাফল এসেছে তা আমরা বলতে পারবো না এবং এর ভিত্তিতে কাউকে পরিমাপও করা ঠিক না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত