মদ্যপানে বাঁচবেন বেশিদিন!

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১১:৫১

সাহস ডেস্ক

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান করেন, তারা অপেক্ষাকৃত অমদ্যপায়ীর চেয়ে একটু বেশি দিনই বেঁচে থাকেন! জানা থাকা ভাল যে, যারা পুরোপুরি অ্যালকোহল গ্রহণ বা মদ্যপান থেকে নিজেকে বিরত রাখেন, তারা মূলত অল্প আয়ুই পেয়ে থাকেন।

অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী চার্লস হলহানের (Holahan) নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে, কম বয়সে মৃত্যুর হার সবচেয়ে বেশি তাদের ক্ষেত্রে, যারা কখনো মদ্যপান করেননি। 

আর যারা নিয়মিত মদ্যপান করে থাকেন, তাদের মৃত্যুর হার সবচেয়ে কম! আর যারা শখের বশে মাঝে মধ্যে মদ্যপান করেন, তাদের মৃত্যুর হারও মধ্যম অবস্থানে রয়েছে।

চার্লস হলহান বলেন, অ্যালকোহলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরে জীবনীশক্তি বাড়িয়ে তোলে আর মানসিকভাবে আমাদেরকে প্রাণবন্ত করে তোলে। একারণে শারীরিক সুস্থতা বেড়ে যায়। 

আরো একটি পরিসংখ্যানে ১,৮২৪ জন অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গেছে যে, যেখানে মদ্যপান না করার কারণে ৬৯ শতংশ অকালে মারা গেলেন, সেখানে মাত্র ৪১ শতাংশ অকালে মারা গেলেন মদ্যপান করার কারণে! সূত্র: বিজনেস ইনসাইডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত