এই মিশ্রণে বলিরেখা দূর করে ত্বক করুন টানটান
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:০১


জীবনচক্রে প্রথমে আমাদের আসে শৈশব তারপর কৈশোর, এরপর যৌবন শেষে বৃদ্ধাবস্থায় পৌঁছায়। স্বাভাবিকভাবে আমাদের এই জীবন চক্র মেনে নিতে হয়।
বয়স ত্রিশ পার হতে না হতেই আমাদের মুখে বয়সের ছাপ বা বলিরেখা পড়ে। শুরু হয় নতুন চিন্তা নিজেকে আইবুড়ো দেখাচ্ছে না তো?
এবিষয়ে গবেষকরা বয়স লুকাতে ও বলিরেখা ঢাকতে প্রাকৃতিক উপকরণে তৈরি একটি মিশ্রণের কথা বলেছেন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে কেবল আপনার ত্বকের বলিরেখাই দূর হবে না, ব্রণের সমস্যাও কমবে।
মিশ্রণ তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালী জেনে নিন।
উপকরণ : এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ টক দই, এক চা চামচ খাঁটি মধু।
প্রস্তুত প্রণালি ও ব্যবহার
হলুদ গুঁড়ো ও টক দই ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মধু যোগ করুন।
মিশ্রণটি মুখে, গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন ভালো ফল পাবেন।
সাবধানতার জন্য কিছু পরামর্শ:
এই মিশ্রণটি যখন ব্যবহার করবেন, ঠিক তখনই তৈরি করুন। আগে তৈরি করে রাখলে এতে ক্ষতিকারক ব্যকটেরিয়া জমতে পারে, যা আপনার স্কিনের জন্য কখনোই মঙ্গল নয়। বরং সেটা উল্টো ক্ষতি করবে।
- গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
- এই প্রথম ইন্টারইউনিভার্সিটি মোবাইলক্যাম ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্ঠিত
- অবসর সময়ে বাড়ি নির্মাণ কাজে ব্যস্ত ওয়ার্নার
- কমলগঞ্জকে অখণ্ড রাখার দাবিতে মানববন্ধন
- এ বছর বিদেশে ১২ লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা
- রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন জরুরি: এনবিআর চেয়ারম্যান
- নৌবাহিনী প্রধান ইরান গেছেন
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন হচ্ছে ভারতে
- সাংবাদিকদের মহার্ঘ্য ভাতার প্রজ্ঞাপন এপ্রিলেই: তথ্যমন্ত্রী
- নড়াইলে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত