সুন্দর আইলেশ (চোখের পাপড়ি) পেতে করণীয়

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৮:২১

সাহস ডেস্ক

চোখের সৌন্দর্যে ঘন ও লম্বা আইলেশ (পাপড়ি)কোনো বিকল্প নেই। তবে সুন্দর ঘন আইলেশ সবার থাকেও না। তাই  এর বাড়তি যত্নও করতে হয়। তাই আজের আমাদের পাঠকদের জন্য রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে চোখের পাপড়ি দ্রুত সুন্দর করে তোলার কিছু উপায় তুলে ধরা হলো।

রাতে পাপড়িতে তেল লাগান :

চোখের আইলেশ ঘন করে তোলার জন্য কয়েকটি তেলের মিশ্রণ তৈরি করে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই মিশ্রণ একটি পরিষ্কার মাস্কারা ব্রাশের সাহায্যে চোখে বুলিয়ে নিন। প্রতি রাতে এই নিয়মে তেল লাগালে পাপড়ি ঘন হবে।

ভ্যাসলিন :

শুনতে অদ্ভুত শোনালেও চোখের পাপড়ি ঘন করে তুলতে ভ্যাসলিন বেশ উপকারী। প্রতি রাতে আইলেশতে অল্প পরিমাণ ভ্যাসলিন বুলিয়ে নিন। এতে আইলেশ দ্রুত বেড়ে উঠবে।

ভিটামিন ই :

তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন। প্রতি রাতে চোখের আইলেশে লাগান। এছাড়া খাদ্য তালিকায় রাখুন প্রচুর ভিটামিন ই যুক্ত খাবার যা চুল ও ত্বকের জন্য উপকারী।

উপরের এই উপায়গুলো চোখের আইলেশ লম্বা ও ঘন করতে সাহায্য করবে। তবে মাস্কারা চোখের আইলেশ সাজাতে ব্যবহার করা যেতেই পারে।

আর এক কোট মাস্কারা লাগিয়ে তার উপর অল্প করে পাউডার ছড়িয়ে দ্বিতীয় কোট মাস্কারা বুলিয়ে নিন। এই পদ্ধতিতে পাপড়ি অনেকটাই ঘন দেখাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত