প্রাকৃতিক উপাদানে ঘরেই তৈরি করুন লিপ স্ক্রাব

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৫

সাহস ডেস্ক

নারীর সোন্দর্য ও স্পর্শকাতর অঙ্গ হচ্ছে ঠোঁট। তাই এর যত্ন নিতে হয় বেশি। তাই প্রাকৃতিকভাবে গোলাপি ও কোমল ঠোঁট পেতে বাজারের কেমিক্যাল  লিপ স্ক্রাব  ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন । গোলাপের পাপড়ি ও গ্লিসারিনের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন রোজ লিপ স্ক্রাব। এটি ঠোঁটের মরা চামড়া দূর করে মুক্তি দেবে ঠোঁট ফাটা থেকেও।

এবার জেনে নিন কীভাবে তৈরি করবেন :  

উপাদান

২ চা চামচ গ্লিসারিন
১ কাপ চিনি
২ চা চামচ মধু
২/৩টি তুলসি পাতা
৫/৬টি গোলাপের পাপড়ি

প্রণালি

গোলাপের পাপড়ি রোদে শুকিয়ে নিন। এক কাপ চিনির সঙ্গে গ্লিসারিন, মধু, তুলসি পাতা ও শুকনা গোলাপের পাপড়ি মিশিয়ে ব্লেন্ড করে নিন। একদম মিহি যেন না হয় সেদিকে লক্ষ রাখবেন। স্ক্রাবটি প্রতিদিন ঠোঁটে ব্যবহার করুন ও কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত