ঠোঁটে ঝিলমিল লেগে যাবে!

প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৮:২১

সাহস ডেস্ক

গরমে ত্বকের যত্ন তো নিশ্চয়ই নিয়ম করেই নিচ্ছেন। কিন্তু ঠোঁটের যত্ন নেওয়ার কথা মনে রেখেছেন কি? অনেকেরই ধারণা, কেবল শীতকালেই ঠোঁটের যত্ন নেওয়া প্রয়োজন। যেহেতু বাতাসে আর্দ্রতার অভাবে সেই সময় ঠোঁট ফাটে বেশি। এই ধারণাটা কিন্তু ঠিক নয়। গরমকালেও ঠোঁটের যত্ন নেওয়া প্রয়োজন। সুর্যের রশ্মিতে যাতে ঠোঁট ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখা দরকার। সে জন্য অবশ্য খুব কিছু পরিশ্রম করতে হবে না। ঘরোয়া টিপস মানলেই চলবে।

মৃত কোষ ঝরিয়ে ফেলার জন্য শুধু ত্বকেরই নয়, ঠোঁটেরও এক্সফোলিয়েশন প্রয়োজন। অলিভ অয়েল আর চিনি দিয়ে ঠোঁটের জন্য স্ক্রাব বানিয়ে নিতে পারেন। কিংবা নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিন ঠোঁটজোড়া। তারপর লিপ বাম লাগিয়ে নিন। 

ঠোঁট মসৃণ রাখা খুব জরুরি! আধকাপ গোলাপের পাপড়ি মিশিয়ে নিন দুধে। এই মিশ্রণটা ঠোঁটে নিয়মিত লাগালে গোলাপের পাপড়ির মতোই হয়ে উঠবে ঠোঁট। এক চামচ মাখনের সঙ্গে হলুদ মিশিয়ে লাগালেও ফল পাবেন। আর নারকেল তেল-আমন্ড অয়েলের তো কথাই নেই! সমান পরিমাণে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে।

সুর্যের তাপে ঠোঁট কালো হয়ে গিয়েছে? তারও উপায় রয়েছে। দইয়ের সঙ্গে কেশর মিশিয়ে নিন। দিনে দু’তিনবার এই মিশ্রণটা ঠোঁটে লাগান। স্বাভাবিক রং ফিরে আসবে। আমন্ড, মাখন আর দুধের মিশ্রণও লাগাতে পারেন। ঠোঁটে যদি কালো ছোপ পড়ে গিয়ে থাকে, বিটের রস লাগালে উপকার পাবেন।

কী ধরনের লিপ কেয়ার প্রডাক্ট ব্যবহার করছেন, সেটাও দেখা দরকার। লিপ বামে এসপিএফ থাকাটা গরমকালে আবশ্যিক। যে লিপ প্রডাক্টে পেট্রোলিয়াম জেলি অথবা বি’জ ওয়্যাক্স রয়েছে, সেগুলো এই মরসুমের পক্ষে ভাল। লিপগ্লসের বদলে গরমকালে বেছে নিন ম্যাট লিপকালার।

শরীর সুস্থ না রাখতে পারলে চেহারাতে তার প্রভাব পড়বেই। ঠোঁটও বাদ পড়বে না। তাই মৌসুমি ফল, শাকসব্জি খান প্রচুর পরিমাণে। রান্না করে খাওয়ার বদলে বরং স্যালাড বানিয়ে ফেলুন। লো-ফ্যাট ড্রেসিং দিয়ে লাগবেও খাসা! আর জল তো খেতেই হবে। ডিহাইড্রেশনে ভুগলে কিন্তু কোনও বিউটি টিপসই কাজে আসবে না।

ধূমপান করলেও ঠোঁট কালো হয়ে যায়। ফলে আগে থেকে সাবধান হওয়া ভাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত