কোরবানির জন্য ঝুঁকিমুক্ত পশু কেনার টিপস
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৭, ১৩:৪২


কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যে কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। আর ক্রেতারাও হাটে হাটে ঘুরে তাদের পছন্দমত পশুটি কিনতে চেষ্টা করছেন। যেহেতু কোরবানি দেওয়া ধর্মীয় দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই ঈদের কয়েকদিন আগেই একটু দেখে-শুনে কোরবানির জন্য সুস্থ পশু কেনা ভালো। এতে আপনার কোরবানি ঝুঁকিমুক্ত হওয়ার পাশাপাশি ঈদ হয়ে উঠবে আরও আনন্দময়।
সুস্থ পশু কেনার প্রয়োজনীয় কিছু টিপস-
কোরবানির গরু কেনার সময় অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যাবেন, যিনি সুস্থ গরু দেখে চিনতে পারেন। এক্ষেত্রে গরুর ক্ষেত্রে- বয়স কমপক্ষে দুই বছর বয়স হতে হবে। সাধারণত এটা আমরা দাঁত দেখে বুঝতে পারি। দেখতে অক্ষত এবং সুন্দর হতে হবে।
ছাগলের ক্ষেত্রে- বয়স কমপক্ষে এক বছর বয়স হতে হবে।
উটের ক্ষেত্রে- বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে।
ভেড়ার ক্ষেত্রে- বয়স কমপক্ষে এক বছর হতে হবে, তবে ছয় মাস বয়সের ভেড়াকে দেখে যদি এক বছর বয়সের মত দেখায় তাহলে তাকে কুরবানি করা যাবে।
দিনের আলো থাকতেই সুস্থ পশু কিনুন। তা না হলে রাতের বেলা কিনলে রোগাক্রান্ত পশু কেনার সম্ভবনাই বেশি থাকে।
পশুর মুখের সামনে কিছু খাবার ধরুন। পশুটি যদি নিজ থেকে জিব দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকে, তবে বোঝা যাবে পশুটি সুস্থ। কারণ অসুস্থ পশু খাবার খেতে চায় না।
সুস্থ পশুর নাকের উপরটা ভেজা ভেজা থাকে।
গর্ভবতী গরু কোরবানি দেওয়া যায় না। তাই বেনার আগে সেটা নিশ্চিত হয়ে নিন।
সুস্থ পশুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।
গরু কিনতে চাইলে দেশি কিনতে চেষ্টা করুন। কারণ সীমান্ত পার হয়ে আসা গরুগুলো অনেক দূর থেকে আসে বলে ক্লান্ত হয়। অনেক সময় সেগুলো ছোট-খাট আঘাতপ্রাপ্তও হয়। আর দুর্বল গরু সুস্থ নাকি অসুস্থ সেটা বোঝা বেশ কষ্টকর।
মোটা গরু মানেই কিন্তু সুস্থ গরু নয়। মোটা গরুতে চর্বি অনেক বেশি হয়, যা খাওয়ার পর মানুষের স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর এ ধরনের অস্বাভাবিক মোটা গরু কিন্তু বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও মোটাতাজা করা হতে পারে। তাই সাবধান থাকুন।
পশু কেনার আগে এর শরীরের কোথাও ক্ষত আছে কিনা পরীক্ষা করে নিন।
শিং ভাঙ্গা আছে কিনা, লেজ, মুখ, দাঁত, খুর এসব কিছুই পরীক্ষা করে দেখুন, কোন ত্রুটি চোখে পড়ে কিনা। এসব কিছুই লক্ষ্য করলে দেখবেন অতি সহজেই সুস্থ পশু কেনা আপনার জন্য অনেক সহজ হবে।
- ৫ দৃষ্টিপ্রতিবন্ধীর চাকরির দায়িত্ব নিলেন অনন্ত জলিল
- আসামীদের কোর্টে তোলা হলে বাসের চাবি হস্তান্তর করা হবে
- ‘গ্লোবাল উইমেনস’ লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী
- মানবতাবিরোধী অপরাধে এনএসআই’র সাবেক ডিজি গ্রেফতার
- বিশ্ব একাদশে সাকিব-তামিম
- অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
- সালাহকে আটকাতে ‘বিশেষ কৌশলী’ রোমার
- আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়
- ২৪ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি
- পাসপোর্ট জমা দিয়ে ট্রাভেল পারমিট নিয়েছেন তারেক রহমান: ফখরুল
- শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সীঁ প্রশংসায় নরেন্দ্র মোদি
- আবারো সাদা পোশাকে মাশরাফি
- বাঁচানো গেল না ‘মৃত’ ঘোষণার পর কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুকে
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড
- রাষ্ট্রপ্রধান হিসেবে আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আবদুল হামিদ
- পাসপোর্ট জমা দিয়ে ট্রাভেল পারমিট নিয়েছেন তারেক রহমান: ফখরুল
- আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি-মুক্তিযোদ্ধাদের একসাথে আন্দোলন
- সিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
- হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন জর্জ এইচ. ডব্লিউ. বুশ
- আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়