যা জানলে আর জ্বালাবেন না সেন্টেড মোমবাতি

প্রকাশ : ২৫ মে ২০১৬, ১৯:০৬

সাহস ডেস্ক

বন্ধুর জন্মদিন অথবা দাদা-বৌদির বিবাহবার্ষিকী কিংবা অফিসের ফেয়ারওয়েল পার্টি। কিংবা নিছকই বয়ফ্রেণ্ডের সঙ্গে ডিনার। জীবনের কিছু বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে ধরে রাখতে উতসবের দিনগুলোয় আমরা মোমবাতি ব্যবহার করি। আর আজকাল লাল, নীল সাধারণ মোমবাতির থেকে সেন্টেড মোমবাতির চল বেশি।

সবসময় উৎসবও দরকার হয় না, ঘরের কোণে একটা সেন্টেড মোমবাতি মন ভাল করে দেয়। তাই আপনিও হয়ত মাঝে মাঝে অফিস থেকে এসে একটা মিষ্টি মিউজিক চালিয়ে জ্বালিয়ে দেন সেন্টেড মোমবাতি। কিন্তু যদি শোনেন এই সেন্টেড মোমবাতির 'গুণাগুণ' তবে আর কাল থেকে ধারে কাছেও জ্বালাবেন না সেন্টেড মোমবাতি। কী এমন হয় সেন্টেড মোমবাতি থেকে?

দেখে নিন সেই ভিডিও


সূত্র: কলকাতা24x7

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত