lifestyle-love-sex-14411 নাইটক্লাবে প্রকাশ্যে যৌনক্রীড়ায় মাতলো দম্পতি

নাইটক্লাবে প্রকাশ্যে যৌনক্রীড়ায় মাতলো দম্পতি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৬, ১১:০৬

সাহস ডেস্ক

সবে শীত পড়তে শুরু করেছে। মনোরম সন্ধ্যায় নাইটক্লাবে প্রি-ক্রিসমাস পার্টি জমেছিলও বেশ।

সবই ঠিক ছিল। কেউ কেউ পানীয়র গ্লাসে চুমুক দিচ্ছিলেন। কেউ বা আবার লাউড মিউজিকে উদ্দাম নাচে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে সকলের নজর কেড়েছিল সুন্দর দেখতে অল্পবয়সী এক দম্পতি। 

নেশায় ঢুলুঢুলু চোখ, হাতে হাত, অল্প-সল্প ঘনিষ্ঠতা। ঠোঁটে ঠোঁট। এরপর যা ঘটনা, তা হয়তো ভুলেও ভাবেননি তারা।

হঠাৎই স্থান, কাল, পাত্র ভুলে সবার সামনে উদ্দাম যৌনক্রীড়ায় মেতে উঠলেন তারা। পরে নিরাপত্তারক্ষীর এসে ওই দম্পতিকে ক্লাব থেকে একরকম জোর করেই বের করে দেন। দক্ষিণ-পূর্ব রাশিয়ার খাবারোভস্ক এলাকার একটি নাইটক্লাবে এ ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত