ছাগল নাকি গাছে উঠে আম খায়!

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩৪

স্কুলের পাঠ্যবই নিয়ে নানান সমালোচনা হচ্ছে। সর্বশেষ যুক্ত হয়েছে ‘ছাগল গাছে উঠে আম খায়!’ পাঠ্যবইয়ে শুধু এই কথা লেখাই নেই, সেই সাথে ছবিও যুক্ত করে দেয়া হয়েছে!

আমি এতে মোটেই অবাক হচ্ছি না। বরং যারা অবাক হচ্ছেন, তাদের অবাক হওয়া দেখে অবাক হচ্ছি!

প্রায় চার বছর আগে পত্রিকায় লেখা আমার কলামে লিখেছিলাম- এইভাবে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে ছাত্রছাত্রী পরিক্ষায় পাশ করে, ভর্তি হয়, চাকরি পায়; তাহলে এর ফল আমরা হয়তো এখন’ই দেখতে পাবো না, কিন্তু হয়তো দশ বছর কিংবা এক যুগ পর ঠিক’ই এর ফল আমাদের ভোগ করতে হবে!

যারা পাঠ্য বইয়ের এই হাল দেখে অবাক হচ্ছেন, তাদের জানিয়ে রাখি- এতো কেবল শুরু; যেই ছেলেপেলেরা মেডিক্যাল ভর্তি পরিক্ষায় প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়ে ডাক্তার হচ্ছে, যেই ছেলেমেয়েরা ৯ লাখ টাকা দিয়ে ভর্তি পরিক্ষার মেধা তালিকায় প্রথম দশ জনের মাঝে থেকে যাচ্ছে কিংবা টাকা দিয়ে যারা প্রাইমারি, সেকেন্ডারি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাচ্ছে; তারা আজ থেকে দশ বছর পর দেশের নীতি নির্ধারণ করবে।

এখন তো পাঠ্য বইয়ে নানান ভুল দেখে আপনারা সমালোচনা করছেন কিংবা হাসাহাসি করছেন; তখন এই হাসাহাসি করার মানুষও আর পাওয়া যাবে না। কারণ কারো জানাই থাকবে না-আসল ব্যাপারটা কি!

একটা জাতি এইভাবেই ক্রমাগত নিচে নামতে থাকে। তখন ছাগল না- মানুষ ঘাস খায়, এই রকম কিছুও হয়তো আমাদের পড়তে হতে পারে!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত