সাংবাদিক জিয়ার অবস্থা স্থিতিশীল

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৭, ১৭:৫৯

অনলাইন ডেস্ক

রাজধানীর পান্থপথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

বুধবার (১১ জানুয়ারি) সকালে চিকিৎসকরা ব্রিফিংয়ের মাধম্যে এ তথ্য জানানো হয়। 

ব্রিফিংয়ে বলা হয়, জিয়া ইসলামের শরীরের তাপমাত্রা ও রক্তচাপ স্বাভাবিক আছে।তবে তাঁর সার্বিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। একটি চোখ সাড়া দিচ্ছে। এখন জিয়ার পায়ের ও মুখের আঘাতের চিকিৎসা শুরু করা হবে। 

প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বসুন্ধরা শপিংমলের সামনের সড়কে একটি গাড়ি জিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। পরে মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ২টায় জিয়া ইসলামকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।