সংবাদমাধ্যম বা সাংবাদিকেরা চাপে নেই: ইনু

প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৭:১৮

সাহস ডেস্ক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইন করে মতপ্রকাশের পথ সংকুচিত বা রুদ্ধ করা হয়নি, বরং সাইবার স্পেসে সবাই যেন নিরাপদ থাকেন, সে জন্য চেষ্টা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিকেরা চাপে নেই। চাপে রয়েছে তথ্য বিকৃতকারী, উসকানিদাতা, চক্রান্তকারীরা। 

‌বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি গবেষণা সংস্থা এমআরডিআই এর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে কারও ওপর চাপ সৃষ্টি করা হয়নি। বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রতিবেদনও সরকারের বিপক্ষে যায়, সে প্রতিবেদনও নির্বিঘ্নে ছাপা হয়েছে।

হাসানুল হক ইনু বলেন, ১ হাজার ৮০০ অনলাইন নিউজ পোর্টাল তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে। এখন পর্যন্ত ৩৫টি অনলাইন বন্ধ করা হয়েছে। সেগুলো সরকারের বিরোধিতার জন্য করা হয়নি, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বিষয়ে সংবাদ পরিবেশন করেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত