সাংবাদিকদের জন্য আউটসোর্সিং প্রশিক্ষণ

প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৫:৫৯

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ও মিডিয়াকর্মীদের জন্য একদিনের বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম বুধবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সরকারের আই.সি.টি ডিভিশনের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযূক্তি মন্তণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযূক্তি বিভাগের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচীতে সহযোগীতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিক এবং মিডিয়াকর্মীদের ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর মাধ্যমে আয়বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুশীলনের পক্ষে প্রশিক্ষণ পরিচালনা করেন ডিভিশনাল কো-অর্ডিনেটর সুকান্ত বিশ্বাস,পাবলিক রিলেশন অফিসার নাজমুল হোসাইন, শিব্বির আহমেদ ও রহমত ই খোদা। ৩০ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী প্রশিক্ষণে অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত