কোজাগরী লক্ষ্মীপূজা আজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১১:১০

সাহস ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ শনিবার (১৫ অক্টোবর)। দেবী দুর্গার বিদায়ের পরই এ পূজা অনুষ্ঠিত হয়। বিশেষত এই লক্ষী পূজাকে  বলা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, লক্ষ্মী হলেন সমৃদ্ধি, বিকাশ ও অভ্যুদয়ের প্রতীক। তিনি ঈশ্বরের পালন রূপ শক্তি নারায়ণী (নারায়ণ অর্থ সর্বজীবের আশ্রয়) যাকে সাধারণত ধন-সম্পদের অধিষ্ঠাত্রী অন্নদাত্রী দেবীরূপে পূজা করা হয়। তবে এই ধন শুধুই পার্থিব ধন নয়, চরিত্র ধনেরও প্রতীক। সর্বাত্মক বিকাশেরও প্রতীক।

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রায় প্রত্যেকের বাড়িতে লক্ষ্মীপূজা হয়ে থাকে। যার যার সাধ্য মতো লক্ষ্মীপূজা করে থাকেন।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ-মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরান ঢাকার শাঁখারিবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, রায়েরবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত