বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাতে জনস্রোত

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১০:৫৮

সাহস ডেস্ক

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগমুখী হয়েছেন ধর্মপ্রাণ লাখ লাখ মুসল্লিরা।  

রবিবার(১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।  

তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে। তবে ঢাকা ও এর আশপাশ থেকে অনেকে পায়ে হেঁটে, রিকশা ও ভ্যানযোগেও  ইজতেমা ময়দানে যোগ দিচ্ছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়া ও আশপাশের এলাকাজুড়ে মানুষের বাঁধভাঙা স্রোত নেমে আসে। সবার উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেওয়া আর আল্লাহর নৈকট্য লাভ করে।  

ভারতের তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে ইমান আমল মজবুত করতে হেদায়েতি বয়ান করেন শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ।  

আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমার আসর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত