খুলনা ইজতেমায় মুসল্লিদের ঢল

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৭

সাহস ডেস্ক

জুমার নামাজে অংশ নিতে খুলনা ইজতেমায় মুসল্লিদের ঢল নেমেছে।

১০ ফেব্রুয়ারি (শুক্রবার) ইজতেমার দ্বিতীয় দিন মুসল্লিরা আসছেন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পশ্চিম পাশে জিরোপয়েন্টে ছয় লাখ বর্গফুট এলাকার ইজতেমা ময়দানে।

নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে গেছে। প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা মহাসড়কসহ আশপাশের সড়কের ওপর অবস্থান নিয়েছেন। খুলনা জেলা তাবলিগ জামাত আয়োজিত এ ইজতেমার আখেরি মোনাজাত শনিবার।

টঙ্গীর বিশ্ব ইজতেমার পর দেশের ভেতরে খুলনায় প্রথম জেলা ইজতেমার আয়োজন করা হয়। এতে ২৫টি দেশের প্রায় ৫ লাখ মুসল্লির সমাগম হবে বলে আয়োজক কমিটি আশাবাদী।

ইজতেমার সমন্বয়কারী কাজী মোঃ তারেক জানান, ১১ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই খুলনা ইজতেমা।

এদিকে ইজতেমা ময়দান এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে চারপাশ ও বাইরের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও র‌্যাব আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। র‌্যাবের দু’টি টহল গাড়ি ও ময়দানে দু’টি টহল টিম দায়িত্ব পালন করছে।

আয়োজকরা মনে করছেন, ইজতেমা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জুমার নামাজ খুলনায় এ যাবতকালের বৃহত্তম জুমার জামাত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত