দেশে পালিত হচ্ছে ইস্টার সানডে

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৭, ১৬:২২

অনলাইন ডেস্ক

নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে ১৬ এপ্রিল (রবিবার) পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ‘ইস্টার সানডে’। বিশ্বের অন্যান দেশের মতো বাংলাদেশের এ ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জা সাজানো হয়েছে। সকাল থেকেই দেশের সব চার্চেই বিশেষ প্রার্থনাসহ সভা অনুষ্ঠিত হয়।

খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের তৃতীয় দিনের দিন রবিবার তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রবিবারটি ইস্টার সানডে হিসেবে পরিচিত। যিশু খ্রিস্টের এই ফিরে আসার দিন স্মরণে, দেশে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করেন ইস্টার সানডে।

উৎসব উপলক্ষে সকালে ইন্দিরা রোডের টিঅ্যান্ডটি মাঠে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেখানে প্রার্থনা করা হয়। এছাড়া ভোরে ওয়াইএমসিএ ও বিবিসিএসের সামনের সড়কে বিশেষ প্রার্থনার আয়োজন করে ‘মিরপুর আন্তমাণ্ডলিক ঐক্য ও সহভাগিতা’।