২৫ বছর পর মসজিদে নববীতে নবীর মেহরাবে নামাজ শুরু

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

অনলাইন ডেস্ক

মসজিদে নববীতে হজরত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর ৮ নভেম্বর  (শুক্রবার) জুমার নামাজের মাধ্যমে পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

মসজিদে নববীতে আজ জুমার খুতবা দেবেন শায়খ ড. আবদুল্লাহ আল বুআইজান।

জানা যায়, পঁচিশ বছর আগে ১৪১৪ হিজরির ৩০ রমজানের বেতরের নামাজে রওজা শরিফে (রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান) অবস্থিত হজরত রাসূলুল্লাহ (সা.)-এর এই মেহরাবে দাঁড়িয়ে সর্বশেষ ইমামতি করেন শায়খ ড. আবদুর রহমান আল হুজাইফি। এরপর মেহরাবটি মসজিদে নববীর সম্প্রসারণ কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সূত্রমতে, পরীক্ষামূলকভাবে আজকে মেহরাবটি খোলা হচ্ছে। সার্বিক অবস্থা পর্যালোচনা ও বিবেচনার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর