ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৫

মুহাম্মদ আবু হেলাল

উৎসবে আনন্দে ঝিনাইগাতীতে বড়দিন উদযাপিত হয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার আদিবাসী পল্লীগুলোতে ছিল উৎসবের আমেজ। ঘরে ঘরে দিনব্যাপী চলে পিঠা, পায়েশসহ বিশেষ খাবারের আয়োজন। 

২৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিনের উদ্বোধন করেন, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।

এসময় তার সঙ্গে ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। এর আগে সাধু জর্জ ক্যাথলিক চার্চের গীর্জায় বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন, ফাদার সুবল কুজুর সিএসসি।

পরে মরিয়মনগর প্যারিস কাউন্সিলের উদ্যোগে নানা উৎসবের আয়োজন করা হয়। শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত