২০১৮ সালের হজের চুক্তি সই

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৮

সাহস ডেস্ক

সৌদি আরবের সঙ্গে ২০১৮ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুসারে, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে, সরকারিভাবে সাত হাজার ১৯৮ জন আর বেসরকারিভাবে যাবেন এক লাখ ২০ হাজার জন।

২১ জানুয়ারি (রবিবার) সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। 

ইতোমধ্যে এবারের হজের জন্য প্রাক-নিবন্ধন করেছেন মুসল্লিরা। মন্ত্রণালয় হজ প্যাকেজ ঘোষণা করার পর চূড়ান্ত নিবন্ধন করবেন হজে যেতে ইচ্ছুকরা।

এবিষয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন, এবারের হজযাত্রী সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে পরিবহন করবে।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব সরকার সম্প্রতি সে দেশের নাগরিকদের ওপর পাঁচ ভাগ ভ্যাট আরোপ করেছে। তা হজযাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চায় সৌদি কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন বাংলাদেশি হজযাত্রীরা এ ভ্যাটের আওতামুক্ত থাকেন। এছাড়া গত বছর যেসব হজ এজেন্সি অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।

তদন্তকাজ শেষ হলেই সেসব এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্মমন্ত্রী।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত