প্রাচীন পোড়ামাটির সিলমোহরে নবী ইসাইয়াহর নাম

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২১

সাহস ডেস্ক

পবিত্র নগরী জেরুজালেমে প্রায় ২৭০০ বছরের পুরনো একটি পোড়ামাটির সিলমোহর পাওয়া গেছে। খুঁজে পাওয়া সিলমোহরটিতে  বাইবেলের নবী ইসাইয়াহর নাম হিব্রু ভাষায় খচিত আছে। ওফল নামক একটি প্রাচীন শহরে খননকালে প্রত্নতত্ত্ববিদরা ক্ষতিগ্রস্ত পোড়ামাটির এই সীলমোহরটি আবিষ্কার করেন। 

গত ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, হিব্রু ভাষায় খচিত মোহরটি বাইবেলের নবী । যদি তাই হয়, তবে নবী ইসাইয়াহ অস্তিত্বের এটিই  প্রথম প্রমাণ। নবী ইসাইয়াহ ইহুদীদের রাজা হেযেকিয়াহর পরামর্শদাতা ছিলেন।

পোড়ামাটির সীলমোহরটি প্রায় ১০ ফুট (৩ মিটার) লম্বা। তবে প্রত্নতত্ত্ববিদরা এর ব্যাখ্যায় ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ কেউ  বলছেন, মোহরটিতে লেখা নামটি বাইবেলের নবী ইসাইয়াহর। আবার অনেকেই বলছেন, হয়তো নামটি সে সময়কার কোনো সাধারণ  ব্যক্তিরও হতে পারে। 

প্রসঙ্গত, নবী ইসাইয়াহ- ইহুদীদের পবিত্র ধর্মগ্রন্থ তাওরাত মোতাবেক, খ্রিস্টপূর্ব ৭০০ বছর আগে নবী ইসাইয়াহর জন্ম। খ্রিষ্টানদের  পবিত্র ধর্মগ্রন্থ নাজিল হয় নবী ইসা (আ .) এর ওপর। নবী ঈসা (আ.) এরও আগে জন্ম ইসাইয়াহর। তাওরাতে বলা হয়, ভবিষৎবাণীতে তিনি আরও বলেছেন, আসিরিয়ান সাম্রাজ্য ঈশ্বরের কাছ থেকে অহংকারী লোকেদের কাছে একটি সতর্কবাণী ছিল।  খ্রিস্টপূর্ব ৭০১-এ আসিরিয়ান বাহিনীর জেরুজালেমে প্রবেশ করাকে কেন্দ্র করে ভবিষৎবাণী করেন ইসাইয়াহ। বাণীতে তিনি নবী ইসাইয়াহ সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য ইহুদীদের রাজা হেযেকিয়াহকে আসিরিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে যাওয়ার পরামর্শ দেন। এ  ছাড়াও তাওরাতের ৬ষ্ঠ অধ্যায়ে তার জীবন কাহিনীর বর্ণনা দেওয়া হয়েছে।

যদিও কোরআন ও হাদীসে নবী ইসাইয়াহর নাম কোথাও উল্লেখ নেই। তবে মুসলিম স্কলার, ইবনে কাথির ও আলী ইবনে হামযাহ  আল-আসাদিসহ অনেক লেখকই ইসাইয়াহকে ইহুদীদের নবী হিসেবে মানেন।

সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত