শুক্রবার থেকে রোজা শুরু

প্রকাশ | ১৭ মে ২০১৮, ১০:৫৭

অনলাইন ডেস্ক

আগামীকাল শুক্রবার (১৮ মে) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সে হিসেবে এবারের প্রথম রোজা শুরু হচ্ছে জুমার নামাজ আদায়ের মধ্যে দিয়ে।

বায়তুল মোকাররমে ইসলামি ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে।’

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর-অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাহস২৪.কম/মশিউর