হজযাত্রা অনিশ্চিত ১২ হজযাত্রীর

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ১৫:৪৫

অনলাইন ডেস্ক

শুক্রবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৭-এর একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ১২ জনের। কিন্ত দুপুর দেড়টা পর্যন্ত তারা ভিসা ও ফ্লাইটের টিকিট হাতে পাননি। তাদের গাইড বিভিন্ন সময় নানা কথা বলে হজযাত্রীদের সান্ত্বনা দিচ্ছেন।

সামিরুল হক নামে এক হজযাত্রী বলেন, এখনও জানি না আজ আমাদের ফ্লাইট হবে কি-না। পৌনে ২টা বাজে, এখনও ভিসা ও টিকিট হাতে পাইনি। গাইড আমাদের নানা কথা বলছেন।

খাদেজা বেগম নামে আরেক হজযাত্রী বলেন, আমরা টিকিট ও ভিসা ছাড়া হজক্যাম্প ছাড়বো না। আমাদের আজ সৌদি আরবে যাওয়া কথা থাকলেও এজেন্সির কোনো প্রতিনিধি আসেনি। কোনো এজেন্সি জানতে চাইলে তিনি বলেন, বিসমিল্লাহ ট্রাভেলস। যদিও তাদের সঙ্গে থাকা গাইড শাহাদাত হোসেন বলেন দিগন্ত ট্রাভেলস।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার।