বৌদ্ধ সম্প্রদায়ের আষাঢ়ী পূর্ণিমা পালন, বর্ষাবাস শুরু

প্রকাশ : ২৭ জুলাই ২০১৮, ১৭:৫৯

সাহস ডেস্ক

যথাযথ ধর্মীয় মর্যাদায় আর নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বৌদ্ধ সম্প্রদায় আষাঢ়ী পূর্ণিমা পালন করছে। 

এ উপলক্ষে আজ শুক্রবার (২৭ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা শহরের প্রাচীন য়ংড বৌদ্ধবিহার, আর্য বন বিহারসহ বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

সকালে ফুল দিয়ে বৌদ্ধ পূজার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা, সংঘদান, অষ্ঠ পরিষ্কার দান, মঙ্গলসূত্র পাঠ, শীল গ্রহণ, সমবেত বিশেষ প্রার্থনা ও ভিক্ষুদের চোয়াইং (খাবার) দান ইত্যাদি। বিভিন্ন বিহারে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় দেশনা দেওয়া হয়।

এ আষাঢ়ী পূর্ণিমা থেকে একই সঙ্গে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাসের বর্ষাবাস (ওয়াং) এক প্রকারের সংযম। এ সময় বৌদ্ধ  সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিয়েশাদি বন্ধ থাকে এবং বৌদ্ধ ভিক্ষুরা বিহারের বাইরে গেলেও বাইরে অবস্থান করতে পারেন না। তিন মাসের এ বর্ষাবাস শেষে ফাল্গুনী পূর্ণিমা থেকে মাসব্যাপী কঠির চীবর দানোৎসব শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত