আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ১৩:১৩

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তারা হলেন- মো. আজিজুর রহমান সাধু (৫৭, যার পাসপোর্ট নম্বর বিটি ০০৮৩০২১), মো. হামিদুর রহমান (৬১, পাসপোর্ট নম্বর বিআর ০৮২৫২৭৫) ও আব্বাস আলী (৮৬, পাসপোর্ট নম্বর বিপি ০০৬৯৮২৭)।

মক্কায় বাংলাদেশ হজ কার্যালয় থেকে জানানো হয়েছে শনিবার (৪ আগস্ট) এই তিন হজযাত্রী মারা গেছেন। চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় ১৯ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও ১৭ পুরুষ।

আজ রবিবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৮৬৮ হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন চার হাজার ৫৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭৯ হাজার ৮১০ জন।

আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।