২১ আগস্ট সৌদি আরবে ঈদ

প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১০:৪০

সাহস ডেস্ক

সৌদি আরবের আকাশে গতকাল শনিবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগের দিন, অর্থাৎ ২০ আগস্ট।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারি করে ঈদের দিন ঘোষণা করেছেন।

সর্বোচ্চ আদালত বলেছেন, ‘আজ ১২ আগস্ট (রবিবার) হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন হচ্ছে ১১ আগস্ট (শনিবার)।’

অপরদিকে আজ রবিবার চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২২ আগস্ট ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ হচ্ছে বছরের শেষ বা ১২তম মাস। এই মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সেদিন থেকে তিন দিন ধরে কোরবানি দেয়া যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত