দেশে ঈদুল আজহা ২২ আগস্ট

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১০:৩৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ, বুধবার (২২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়। কমিটির সভা শুরুর আগেই দেশের বিভিন্ন স্থান থেকে জিলহ্জ মাসের চাঁদ দেখার খবর আসে। পরে কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মন্ত্রী বলেন, রবিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। আগামী ১০ জিলহজ, ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ।