গ্যালাক্সি এস৮ ফোনে যা থাকবে

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:০১

সাহস ডেস্ক

সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি নোট ৭-এর উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়ে থেমে থাকেনি। জানা যায়, আগামী বছরের শুরুতেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মুক্ত হতে যাচ্ছে, গ্যালাক্সি এস৮ ও এস৮ এজ। 

ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে প্রকাশ পেতে শুরু করেছে এস৮-এর সম্ভাব্য স্পেসিফিকেশন। তবে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজও কিছুই জানানো হয়নি।

গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে থাকতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চির ফোরকে (২১৬০x৩৮৪০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব হতে পারে ৮০৬ পিপিআই। স্মার্টফোনটি চলবে এক্সিনস ৮৮৯৫ এওসিতে। সাথে থাকতে পারে ৬ জিবি র‍্যাম। গ্যালাক্সি এস৮-এর রিয়ার ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেলের, সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কম আলোতেও দারুণ ছবি তোলা যাবে এই ক্যামেরা দিয়ে। চমক হিসেবে আরো থাকতে পারে বেজেল-লেস ডিজাইন। থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। গ্যালাক্সি এস৮-এর সম্ভাব্য ফিচার সম্পর্কে চীনা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইবোতে এইসব তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত