শক্তিশালী ব্যাটারির ফিচার ফোন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:৪১

সাহস ডেস্ক

এখন হাতে হাতে শোভা পায় স্মার্টফোন।  তাই ফিচার ফোন বাজার হারাচ্ছে। তারপরও অনেকেই ব্যবহার করেন ফিচার ফোন। বিশেষ করে বার্তা আদান-প্রদান করতে ফিচার ফোনের জুড়ি নেই। এসব কথা চিন্তা করে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওক্স স্টারর্জ পাওয়ার এনেছে মিনি ফিচার ফোন। মডেল জিওক্স স্টারর্জ মিনি। দুইটি মডেলে ফোন দুইটি পাওয়া যাবে।  ভারতের বাজারে  একটি মডেল বিক্রি হচ্ছে ৮৭৫ এবং ১ হাজার ৬৩ রুপিতে। 

ফোনটিতে আছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এতে ওয়্যারলেস এফএম রেডিও, ব্লুটুথ রয়েছে। ফোনটি বিভিন্ন ভাষা সমর্থন করে। 
ফোনটির ডিজিটাল ক্যামেরা রয়েছে। একটি মডেলের ফোনে আছে ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। অন্যটিতে আছে ৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। 

ডুয়েল সিমের এই ফোনটিতে ফ্লাশ লাইট এবং কল রেকর্ডার আছে। ফোন মেমোরির পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত