রাশিয়ায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৩:১৫

সাহস ডেস্ক

রাশিয়া পেশাদার মানুষদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক লিঙ্কডিনকে এবার নিষিদ্ধ করতে যাচ্ছে। 

জানা যায়, এই নিয়ে মস্কো কোর্টে গত আগস্ট মাসে একটি আপিল করেছিল দেশের অনলাইন রেগুলেটররা। তাদের আবেদন মেনেই এই ওয়েবসাইটকে বন্ধ করার নির্দেশ দিয়েছিল কোর্ট। 

অনলাইন রেগুলেটরের মনিটর জানিয়েছেন, বহুদিন ধরেই লিঙ্কডিন রাশিয়ার আইনকে অমান্য করছিল। এমনকি এই ওয়েবসাইটে থাকা জনগণের গোপন তথ্য আর গোপন থাকছিল না বলেও অভিযোগ আনা হয়। 

জানা গেছে, দেশটির আইন অনুযায়ী যেকোন সোশ্যাল মিডিয়াকে ব্যবহারকারীর সম্পর্কিত তথ্য গোপন রাখতে হবে। তবে লিঙ্কডিন তা করছিল না। 

অপরদিকে,কোর্টের এই পদক্ষেপের জন্য রাশিয়ার বহু লিঙ্কডিন ব্যবহারকারী এই ওয়েবসাইট ব্যবহার থেকে বঞ্চিত হবে। তবে কোর্টের নির্দেশে সরকার যাতে তাদের মত পরিবর্তন করে তার জন্য অনলাইন রেগুলেটর সংস্থার সঙ্গে কথাবার্তা চালানো হবে বলেও জানান হয়েছে লিঙ্কডিনের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত