বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ এর লোগো উন্মোচন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৩

সাহস ডেস্ক

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭-এর লোগো উন্মোচন করা হয়েছে।

বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশের ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে “সাইন্স অলিম্পিয়াড-২০১৭” কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

এ কার্যক্রমের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমী অব সাইন্সের প্রেসিডেন্ট এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তফা খায়ের, এটিএন বাংলা উপদেষ্টা প্রোগ্রাম নওয়াজীশ আলী খান, নিউ এজ পত্রিকার ম্যানেজিং এডিটর ও চেয়ারম্যান এডিটরিয়াল বোর্ড এএসএম শহিদুল্লাহ খান বাদল, বাংলা নিউজ ২৪ ডট কম এর সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন, রেডিও ভূমির প্রডিউসার ও প্রেজেন্টার আহম্মেদ ইমতিয়াজ সাব্বির বক্তব্য রাখেন। 

এসময় অন্যান্যদের মধ্যে এটিএন বাংলার উপদেষ্টাবৃন্দ, বাংলাদেশ একাডেমি অব সাইন্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত