৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে Nokia

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১২:৪৬

সাহস ডেস্ক

নতুন বছরের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে পা রাখছে জনপ্রিয় সংস্থা নোকিয়া৷ মোবাইল ওয়ার্ল্ডে আত্মপ্রকাশ করতে চলেছে নোকিয়ার নয়া স্মার্টফোন৷ এ পর্যন্ত তো এখনও সবাই জানে! কিন্তু এটা জানেন কি, একটি বা দু’টি নয়! নয়া বছরে পাঁচটি স্মার্টফোন লঞ্চ করছে নোকিয়া৷

২০১৭-র ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রকাশ্যে আসবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন D1C৷ ২০১৭ এর দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে আরও চারটি নতুন স্মার্টফোন আনবে ফিনল্যান্ডের সংস্থা এইচএমডি গ্লোবাল৷ যাদের উপর এবছর নোকিয়ার সবকটি হ্যান্ডসেট তৈরির দায়িত্ব রয়েছে৷ গুগল যেমন তাদের হ্যান্ডসেটের হার্ডওয়্যার অন্য সংস্থাকে দিয়ে তৈরি করিয়ে নেক্সাস বাজারে এনেছিল, নোকিয়াও তেমনই তাদের নয়া হ্যান্ডসেটগুলির বরাত দিয়েছে এইচএমডি গ্লোবালকে৷

স্মার্টফোন নয়, Nokia বাজারে আনছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট নোকিয়া D1C-র একাধিক বৈশিষ্ট্য ফাঁস হয়ে গিয়েছে টুইটারে৷ 

শোনা যাচ্ছে, ভারতে স্মার্টফোনটির দাম ১০ হাজার টাকার আশেপাশে হতে পারে৷ আসতে পারে মডেলটির দু’টি ভেরিয়েন্ট৷ ডিসপ্লে, ক্যামেরা ও স্টোরেজের ভিত্তিতে দামের পার্থক্য হতে পারে৷

ফাঁস হল নোকিয়ার প্রথম স্মার্টফোনের দাম!

Nokia D1C-এর স্ক্রিন হতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে৷ রেজ্যুলিউশন হবে ফুল এইএচডি৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যা ম থাকতে পারে৷ ডিসপ্লে প্ল্যানেলে ব্যবহৃত হতে পারে এলজি-র ডিসপ্লে৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত