পার্বতীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১১

সাহস ডেস্ক

পার্বতীপুরে দু’দিনব্যাপি ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পার্বতীপুর জ্ঞানাংকুর মডেল পাইলট হাইস্কুলে এ মেলা উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এসময় পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম শাহ্, উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, পার্বতীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রসুল, আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কলেজ ও হাই স্কুলসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল দেওয়া হয়েছে এ মেলায়।

উদ্বোধন শেষে মন্ত্রী সবগুলো স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত