ফেসবুকে লাইভে হত্যাকাণ্ডে জাকারবার্গের সমবেদনা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৭, ১৩:৪০

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ফেসবুকে সরাসরি প্রচারের যে ঘটনা ঘটেছে সে বিষয়টিতে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ফেসবুকের এক অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, নিহতের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা ফেসবুকে লাইভে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে হত্যাকারী নিজেই প্রচার করেছিলেন। কিন্তু সে ভিডিও ফেসবুক থেকে সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেসবুকের লাইভে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে রবার্ট গুডউইন নামের আরেক ব্যক্তিকে হত্যা করে। নিহতের বয়স ছিল ৭৪ বছর।

স্টিভ স্টিফেন্স নামের ওই অভিযুক্ত পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে বলছে, সে এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছে এবং আরও মানুষকে হত্যা করতে আগ্রহী। হত্যাকারী সে ব্যক্তিকে খুঁজতে ক্লিভল্যান্ডের পুলিশ ব্যাপক তল্লাশি চালায়।

বেশ কয়েক জায়গায় তল্লাশির পর পুলিশ যখন সে হত্যাকারীকে ধাওয়া করে তখন যে ব্যক্তি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করে।
হত্যাকাণ্ডের এ ভিডিওটি ফেসবুকে আসার পর সেটি সরাতে ফেসবুক কর্তৃপক্ষের দুই ঘণ্টা সময় লেগেছে।

জাকারবার্গ বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে তাদের আরও অনেক কাজ করতে হবে। তিনি আরও জানান, ফেসবুকের মেসেঞ্জারে তারা নতুন কিছু বিষয় সংযোজন করতে যাচ্ছেন। 

জাকারবার্গ যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেখানে প্রতিষ্ঠানটির অন্য শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত