ঢাকায় বড় আকারের ডেটা সেন্টার গড়ে উঠছে

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৭, ১৮:৩৮

সাহস ডেস্ক

বড় আকারের তথ্য বা ডেটা ব্যাংক সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এ ধরনের ডেটা ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য আগাম ঝুঁকি নির্ণয়েও সহায়ক ভূমিকা রাখতে পারে। ঢাকায় বড় আকারের ডেটাবেস সেন্টার করতে যাচ্ছে সরকার। যেটি বিশ্বের ষষ্ঠ ডেটা ব্যাংক হবে। এর ‘ব্যাকআপ স্টোরেজ’ থাকবে যশোরে।

গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স অব বাংলাদেশ (আইসিএবি) ভবনে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এসব কথা বলেন। এই ডেটা ব্যাংক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ফি দিতে হবে।

আইসিএবি আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রাব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির প্রেসিডেন্ট আদিব হোসেন খান। আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল সমাপনী বক্তব্য দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত