গ্রামীণফোনের নতুন সিইও মাইকেল ফোলি

প্রকাশ : ০৮ মে ২০১৭, ১৩:২৩

সাহস ডেস্ক

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাইকেল ফোলি।

৮ মে (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর গত অক্টোবর থেকে অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসা পেটার-বি ফারবার্গ কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

আগামী ২৬ মে (শুক্রবার) থেকে নতুন সিইও দায়িত্ব পালন করবেন। আর এর মাধ্যমে গত অক্টোবরে অস্থায়ী ভিত্তিতে পেটার বি ফারবার্গের মেয়াদ শেষ হবে। 

৭ মে ( রবিবার) গ্রামীণফোনের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। ওই মিটিংয়ে অপারেটরটির প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমানকে উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তবে আজমান একই সঙ্গে তার আগের দায়িত্বেও থাকবেন। আর অতিরিক্ত দায়িত্ব হিসেবে গ্রামীণফোন ও টেলিনরের এমার্জিং এশিয়া ক্লাস্টার এর ডিজিটাল ও কমার্শিয়াল স্ট্র্যাটেজি দেখবেন।

প্রসঙ্গত, গতবছর ১ নভেম্বরে রাজীব শেঠির হঠাৎ বিদায়ের পর অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন ফারবার্গ। ছয় মাসের মাথায় তাকে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে সিইও হিসেবে মাইকেল ফোলির নাম ঘোষণা করা হল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত