ফেসবুকে নতুন পার্পল ইমোজি, জেনে নিন ৫টি তথ্য

প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৭:৫৮

সাহস ডেস্ক

আপনার ফেসবুক পোস্টের নিচে নতুন এক ফুল তো দেখেছেন। আসলে নতুন একটি প্রতিক্রিয়া জানানোর ইমোজি এসেছে ফেসবুকে। জেনে নিন, পার্পল রঙের সেই ইমোজি সম্পর্কে কিছু অজানা তথ্য।

১। এই ইমোজিটির অর্থ— ‘থ্যাঙ্কফুল।’ কোনও পোস্ট দেখে যদি নিজেকে ধন্য মনে করেন, তবেই এই ইমোজিটি ব্যবহার করা উচিত।
২। এটা পাকাপাকি নয়। মনে করা হচ্ছে এই ইমোজিটি সাময়িক ভাবে নিয়ে এসেছে ফেসবুক।
৩। মাদার্স ডে উপলক্ষে আমেরিকা-সহ মোট ৮০টি দেশে ফেসবুক এই ইমোজি এনেছে।
৪। মূলত মায়েদের প্রতি ‘থ্যাঙ্কফুল’ প্রতিক্রিয়া জানানোর জন্যই এই ইমোজির আবির্ভাব।
৫। ফেসবুকে প্রতিক্রিয়া জানানোর আরও ছ’টি ইমোজি রয়েছে। এগুলি হল— লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংরি। এর সঙ্গে যুক্ত হয়েছে থ্যাঙ্কফুল। তবে এটা কত দিন থাকবে, তা এখনই স্পষ্ট নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত