গ্লোবাল এম গভ. অ্যাওয়ার্ড পেয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ

প্রকাশ : ০৫ জুন ২০১৭, ১৮:১৯

সাহস ডেস্ক

এ বছর গ্লোবাল মোবাইল গভর্মেন্ট (এম গভ.) অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ৫ জুন (সোমবার) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতে তথ্য ও প্রযুক্তি বিভাগের  প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন। 

পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, জনগণকে মোবাইল সেবা ও প্রযুক্তির বিষয়ে উৎসাহ দেওয়াসহ বিভিন্ন উদ্দেশে এ অ্যাওয়ার্ড দেয়  বিশ্ব ব্যাংক এবং এম ফর লাইফ ডট ওআরজি। গত ৯ মে যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত মোবাইল গভ. ওয়ার্ল্ড সামিট-২০১৭  তে বাংলাদেশকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শাহরিয়ার আলম এ পুরস্কার গ্রহণ করেন।

তিনি আরও বলেন, এ বছর সারা বিশ্বের একশরও বেশি মোবাইল ভিত্তিক উদ্যোগ মনোনয়নের জন্য জমা পড়ে। চূড়ান্ত  প্রতিযোগিতায় ১৫টি দেশের বিভিন্ন উদ্যোগকে পেছনে ফেলে বাংলাদেশ বিজয়ী হয়। বাংলাদেশ প্রথমবারের মতো এ  পুরস্কার পেলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত