এবার অ্যান্ড্রয়েডে এলো ‘যুদ্ধদলিল’ অ্যাপ

প্রকাশ : ০৪ জুন ২০১৬, ১৯:৫৯

সাহস ডেস্ক

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যার দলিল নিয়ে প্রকাশ করা হয়েছে একটি অ্যাপ। অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। 

শনিবার (০৪ জুন) ফেসবুকে অ্যাপটি প্রকাশের খবর জানান অ্যাপটির অন্যতম উদ্যোক্তা মোঃ নাজমুল হাসান। 

তিনি ফেসবুকে লিখেন, “আপনাদের সকলের দোয়ায় যুদ্ধদলিল প্রকল্পের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লঞ্চ করা হলো। প্লে-স্টোর থেকে বিনামূল্যে নামিয়ে নিন।”

অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক এখানে করুন - যুদ্ধদলিল

তিনি আরও লিখেন, “আমরা গণহত্যার দলিলপত্রকে বেছে নিয়েছি। অ্যাপের ভেতরে ইনডেক্স সহকারে সেগুলো অত্যন্ত সহজভাবে দেয়া আছে। আজ থেকে কেউ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললে তাকে সরাসরি নিজ ফোন থেকে ডকুমেন্ট দেখিয়ে দেবেন। সাথে এটাও জানিয়ে দেবেন, এসব ডকুমেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কালেক্ট করা। অতএব, উনার এই অবদানকে তিনি কোন হিসেবে অস্বীকার করবেন? কথা ছিল, যুদ্ধদলিল প্রকল্পের সকল সিদ্ধান্ত দেবেন জনতা। ওপেন ফোরামে। আমরা শুধু বাস্তবায়ন করবো মাত্র।”

অ্যাপের সাথে যুদ্ধদলিল প্রকল্পের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর সাউন্ডক্লাউড যুক্ত করা হয়েছে। সেই সাথে কর্মরত সকলের নাম, পরিচয় ও তাঁদের কিছু কথাও সংযুক্ত আছে।

অ্যাপটি ডেভেলাপ করেছেন মোবারক হোসেন। ডকুমেন্ট ইনপুট দিয়ে সহায়তা করেছেন ব্লগার ওমর শিহাব।

সূত্র: সিলেডটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত