চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী তথ্যমেলা

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৬:০৮

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে তিনদিন ব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।

১৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।

উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় মেলা মঞ্চে ‘ভূমি সেবা ও পুলিশ বিভাগের সেবা বিষয়ক গণশুনানী’ অনুষ্ঠিত হয়।

এতে জনতার নির্বাচিত প্রশ্নের সরাসরি উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ভুক্তভোগীরা ভূমি অফিসে ও পুলিশের বিভিন্ন কাজে অনৈতিক অর্থ দাবির ব্যাপারে অভিযোগ ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। যেমন- পাসপোর্ট তৈরির পুলিশ ভেরিফিকেশনে, অপরাধী গ্রেপ্তারে ও সোনামসজিদ ইমিগ্রেশনে পুলিশের ঘুষ চাওয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের খাস জমি সমস্যা, ভূমি খাজনা প্রদানে ঘুষ চাওয়া ইত্যাদি।

উত্তরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, কেউ অনৈতিক কোন টাকা কাউকে দিবেন না। এসব ব্যাপারে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। প্রয়োজনে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্যও তারা ভুক্তভোগীরা পরামর্শ দেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে এক আলোচনায়সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেলায়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, টিআইবির ঢাকা’র পরিচালক জসীম উদ্দিন, সনাক সদস্য অ্যাড. সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা পর্যায়ের প্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তরা তথ্য অধিকার আইন, তথ্য কমিশন, জনগণের প্রাপ্য সেবাসমূহ, সকল প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তার প্রয়োজনীয়তা ও এসবের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।

পরে অতিথিরা মেলায় ৪৮টি প্রতিষ্ঠানের (৪৪টি সরকারি, ৪টি বেসরকারি) ৫৫টি স্টল ঘুরে দেখেন। সব শেষে রাতে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত