ফোর-জি তরঙ্গ কিনলো গ্রামীণফোন-বাংলালিংক

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৪

অনলাইন ডেস্ক

ফোর-জি (চতুর্থ প্রজন্ম) ইন্টারনেট সেবার জন্য গ্রামীণফোন ও বাংলালিংক তরঙ্গ নিলামে অংশ নিয়ে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ১৮০০ ও ২১০০ মেগাহার্টজে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা পৌনে ১২টায় ঢাকা ক্লাবে এ নিলাম শুরু হয়।

জানা যায়, ১৮০০ মেগাহার্টজে গ্রামীণফোন ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। ২১০০ মেগাহার্টজে বাংলালিংক কিনেছে ৫ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজে কিনেছে ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ। ১০ শতাংশ ভ্যাট ধরে ১৫.৬ মেগাহার্টজ তরঙ্গের মূল্য পাঁচ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং গ্রামীণফোন ও বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা।

নিলামের পর গ্রামীণফোন ও বাংলালিংকের তরঙ্গের পরিমাণ বেড়ে দাঁড়ালো যথাক্রমে ৩৭ ও ৩০.৬ মেগাহার্টজে। 

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর