ফেইসবুকের বিএফএফ গুজব

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৪:০৯

সাহস ডেস্ক

ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ কিনা তা যাচাই করতে ‌‘বিএফএফ (BFF)’ লিখে পোস্ট বা কমেন্ট করতে বলা হচ্ছে কয়েকদিন ধরে। ‌‘বিএফএফ’ লেখার পর রঙ সবুজ হলে বলা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ এবং সবুজ না হলে অ্যাকাউন্ট বিপদজনক বলে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হচ্ছে। এটি আসলে একটি গুজব এবং এ সংবাদের কোনো ভিত্তি নেই। খবর টেক নাভের।

মূলত ফেসবুক বিভিন্ন ভাষার নির্দিষ্ট কিছু শব্দকে গুরুত্ব দিয়ে থাকে। শব্দগুলো ফেসবুকের কোনো পোস্ট বা মন্তব্যে টাইপ করলে সেগুলোর বিভিন্ন রং এবং  অ্যানিমেশন দেখানো হয়।

নিবিড় পর্যবেক্ষণ ও অনুসন্ধানে জানা গেছে, বাস্তবে এই বার্তাটি গুজব। বিএফএফ লেখার সঙ্গে ফেসবুক আইডি হ্যাক হওয়া বা পাসওয়ার্ড চুরি হওয়ার কোনো সম্পর্ক  নেই। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ছবি ব্যবহার করে অনেকে বার্তাটি ছড়ালেও জুকারবার্গ বা ফেসবুকের পক্ষ থেকে এমন কোনো বার্তা কোথাও প্রকাশ করা হয়নি।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত