নতুন করে ৩ কোটিরও বেশি সংখ্যক মানুষের তথ্যচুরির স্বীকারোক্তি দিলো ফেইসবুক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৮, ১৪:১০

সাহস ডেস্ক

ক’দিন আগেই ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির কথা বললেও নতুন করে ৩ কোটিরও বেশি সংখ্যক মানুষের তথ্যচুরির স্বীকারোক্তি দিলো তারা। এবার কেমব্রিজ অ্যানালাইটিকার মাধ্যম ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য বেহাত হওয়ার স্বীকারেক্তি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে, ব্যক্তিগত তথ্যের সুরক্ষার প্রশ্নে বিশ্বব্যাপী প্রশ্নের মুখে থাকা এই সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্যচুরি ফাঁসের এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ঘোষণাও দিয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফাঁস হয়, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ  অ্যানালিটিকা ফেসবুকের ৫ কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছে। খবরটি আটলান্টিক মহাসাগরের দুইপাড়েই আলোড়ন তোলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বেহাত হওয়া ৮ কোটি ৭০ লাখের মধ্যে  ১১ লাখ গ্রাহেই যুক্তরাজ্যের। ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক  জাকারবার্গ বলেছেন, আমাদের অবশ্যিই আরও কিছু করা উচিত এবং আমরা করছি।’ ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রফার তার ব্লগে এসব কথা  জানান।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কোগানের একটি অ্যাপ, যার নাম ছিল ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’। সরাসরি ২ লাখ ৭০ হাজার ফেসবুক  ব্যবহারকারী ওই অ্যাপের ব্যবহারকারী হলেও অ্যাপটি ব্যবহারকারীদের বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছিল। অ্যাপ ব্যবহারকারীদের প্রায়  ৯৭% যুক্তরাষ্ট্রে বসবাসকারী। মোট ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১ কোটি ৬০ লাখ যুক্তরাষ্ট্রের বাইরের। যুক্তরাজ্যের তথ্য কমিশনের একজন মুখপাত্র বিবিসিকে  জানান, কোনও পদক্ষেপ নেওয়ার আগে তারা এই বিষয়ের তথ্য-প্রমাণাদি নিয়ে আরও যাচাই করবে। এই কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেসবুক। কর্তৃপক্ষ জানতেন, যে ক্যামব্রিজ অ্যানালিটিকা লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করছে। কিন্তু  লন্ডন ভিত্তিক সংস্থাটি সেসময় দাবী করে যে তারা সেসব তথ্য মুছে দিয়েছে। এই বক্তব্যে ফেসবুকের অবিশ্বাস নাই। 

বিভিন্ন অ্যাপ ভবিষ্যতে যেন ফেসবুককে ব্যবহার করে গ্রাহকদের তথ্য সহজে হাতিয়ে নিতে না পারে সেজন্য সামনের দিনগুলোতে ফেসবুক কর্তৃপক্ষ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা স্ক্রফার ফেসবুকের নিতে যাওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

সাহস২৪.কম/রনি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত