স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বিক্রির কাজ চলছে

প্রকাশ : ১২ মে ২০১৮, ১১:১৮

সাহস ডেস্ক

বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বাংলাদেশ।  আজ থেকে আমরাও স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হলাম।  প্রবেশ করলাম এক নতুন যুগে।'

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) দিনগত রাতে বাংলাদেশ সময় ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। বিটিভি এবং বেসরকারি টেলিভিশনগুলো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে।

প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ও উৎক্ষেপিত এ স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন ও বেতার সম্প্রচার খরচ সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে বলে আশা করছে সরকার।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। এর মধ্যে ২০টি ভাড়া দেওয়ার জন্য রাখা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এ স্যাটেলাইটের ট্রান্সপন্ডার বিক্রির জন্য কাজ চলছে।

সম মিলিয়ে বলা যায়, ই-সেবার পাশাপাশি বাণিজ্যকভাবে লাভবান হবে বাংলাদেশ। শক্তিশালী হবে অর্থনৈতিক ভিত।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত