মধ্যরাত থেকে চালু হয়েছে নতুন কলরেট

প্রকাশ | ১৪ আগস্ট ২০১৮, ১১:২৬ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১২:৪৩

অনলাইন ডেস্ক

মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারণ করেছে সরকার। সোমবার রাত ১২টা পেরোলেই মোবাইল ফোন অপারেটরদের এই কলরেট চালু করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এই নির্দেশনার ফলে এখন থেকে ভিন্ন অপারেটরে ফোন দিলে বাড়তি রেট নিতে পারবে না অপারেটরগুলো। এতে প্রতি মিনিট কলরেট সর্বনিম্ন ৪৫ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকার মধ্যে থাকবে।

এতদিন অন-নেট বা একই অপারেটরে ফোন কলের জন্য গ্রাহকদের প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ পয়সা এবং অফ-নেট বা অন্য অপারেটরে ৬০ পয়সা হারে ট্যারিফ প্রযোজ্য হতো। এই নিয়ম চলছিল গত সাত বছর ধরে। এখন নতুন কলরেট সীমার মধ্যে মোবাইল ফোন অপারেটরগুলো নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করতে পারবে। এ ছাড়া নম্বর না বদলিয়ে অপারেটর পরিবর্তন সেবাও সোমবার মধ্যরাত থেকেই কার্যকর করার নির্দেশনা পাঠায় বিটিআরসি।

বিটিআরসির সর্বশেষ গত জুন মাসের তথ্য অনুযায়ী ১৫ কোটিরও বেশি সিম আছে দেশের মানুষের হাতে। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক ছয় কোটি ৯১ লাখেরও বেশি। এরপরই আছে রবির গ্রাহক। রবির গ্রাহক চার কোটি ৪২ লাখ, বাংলালিংকের তিন কোটি ৩২ লাখ এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৭ লাখের মতো।