পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে টুইটার

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ১১:১৩

অনলাইন ডেস্ক

পাকিস্তানে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা নতুন নয়। ২০০৮ সালে দু’বার ফেসবুক নিষিদ্ধ করা হয়। ২০১২ সালে বন্ধ ছিল ইউটিউব। এবার টুইটারকে সর্তক করেছে পাকিস্তান।

আপত্তিকর বিষয়বস্তুর পোস্ট বন্ধ করা না হলে পাকিস্তানে টুইটার নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে দেশটি। 

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ মতো ক্যাবিনেট সেক্রেটেরিয়েটে সেনেট স্ট্যান্ডিং কমিটিকে পাকিস্তান টেলিকমিউনেকশন কর্তৃপক্ষ (পিটিএ) জানায়, ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যখন সরকারের অনুরোধ মেনে চলছে, তখন টুইটার কেন অবজ্ঞা করবে? 

পাকিস্তান টেলিকমিউনেকশন কর্তৃপক্ষ (পিটিএ) গণমাধ্যমকে বলে, কোর্টের নির্দেশ টুইটারকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব মেলেনি সংস্থাটির পক্ষ থেকে। চূড়ান্ত নোটিশের জবাব না দিলে নিয়ন্ত্রক সংস্থা আদালতের নির্দেশ পালন করবে। টুইটার নিষিদ্ধ করা হবে।