সাইবার পেট্রোলিং ইউনিট খুলেছে র‍্যাব

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৫:৫৯

সাহস ডেস্ক

সাইবার ওয়ার্ল্ডে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মনিটরিংয়ের (নজরদারি) জন্য প্রত্যেক ব্যাটালিয়নে সাইবার পেট্রোলিং ইউনিট খুলেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়টন (র‍্যাব)। 

র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, জঙ্গি, মাদকবিরোধী ইউনিটের পাশাপাশি নতুন করে এই ইউনিট খোলা হয়েছে।

বেনজীর আহমেদ জানান, ইন্টারনেটে থ্রি জি, ফোর জি চালু করা হয়েছে এর সেবা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য নয়। যে কারণে এর অপব্যবহার রোধে র‍্যাব সার্বক্ষণিক মনিটনিং করছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ঈদুল আজহার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ এসব কথা জানান।

বেনজির আহমেদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলকে কেন্দ্র করে রাজধানীর জিগাতলার ঘটনায় মিথ্যা কথা, তথ্য ও ভিডিও ছড়িয়ে একটি গোষ্ঠী দেশকে ধ্বংস দিতে চেয়েছিল। যারা এ কাজ করেছে, তাদের পরিচয় যাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত